✍️ দেবলীনা ভট্টাচার্য্য
ওই , মনে পড়ে কি তোমার
কিভাবে শুরু হয়েছিল আমাদের সম্পর্ক?
কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়ে ছিলে তুমি
হঠাৎ করেই আমার চোখ গেল তোমার দিকে।
মনে পড়ে কি ? ওই দিন গুলোর কথা
যখন তুমি আসতে ডিপার্টমেন্টে,
তখন আমি মুচকি হাসতাম আর
তোমায় দেখতাম আমি আড় চোখে তাকিয়ে।
মনে পড়ে কি তোমার,
সেই ২০২১ এর লক-ডাউনের কথা।
কতটাই অচেনা ছিলাম আমরা,
একসাথে করতাম আমরা তখন অনেক মজা।
তখন কমতে থাকল আমাদের মধ্যেকার দূরত্ব।
আরও কাছাকাছি আসতে থাকি আমরা,
একে অপরের সবকিছুতেই গুরুত্ব দিতে লাগলাম।
এইভাবেই অনেক ভালো বন্ধু হয়ে গেলাম আমরা ।
তারপর হঠাৎ করেই আমাদের বদলে গেলো সব,
শুরু হলো আমাদের নুতন পথে চলা
হয়ে উঠলাম আমরা একে অপরের প্রিয় মানুষ,
এইভাবেই পূর্ণতা পেলো আমাদের সম্পর্ক ।
0 মন্তব্যসমূহ