কবি অইতেও ঝাল আছে

  ✍️  মায়া রানী মজুমদার 

কবিরা কত কিছু লেয়ালেয়ি (লেখালেখি) করে, 
লেইখতে আঁরও তো ইচ্ছা করে।
কিয়া কিয়া লেয় হেতেরা এগাইন,
আঁই ত বুঝি অ না বেইগ্গিন। 
আঁই ত এগাইন এতকিছু ন জানি
তই, হেতেরারে আঁই কিন্তু গুরু মানি। 
হেগাইন লেইখতে অইলে আঁরে ত
হড়া-লেয়া হিগন লাইব, 
বিদেশত্ যাইয়ে রে। 
আঁই ত ন জানি, কেন্তে কিয়া করন, 
ন চিনলে তই  যা অয় আরি ? আঁর ত মরণ দশা অইব। 
লেইখতে চাইলেই কি লেখন যায় নি,
কত কিছু চিন্তা করন লাগে, জান নি ?
কত কিছু মাথাত রাখন লাগে। 
ওরে বাপ্ রে বাপ। 
চিন্তা কইত্তে কইত্তে মাথা ধরি যায়। 
কত ভাবি চিন্তি, তই যাই, কলম ধরন লাগে। 
লেখমু কইলেই কি আর লেখন যায় নি। 
কেবল লেইখলে তো অইতো ন। 
সম্মাননার কথাও ত চিন্তা করন লাগে। 
বাপ্ রে বাপ ! কবি অইতে গেলেও যে, 
কত ঝামেলা মাথাত্ লওন লাগে।
তই যাই কবি অওন। 
কবি অইতেও যে ঝাল আছে বিস্তর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ