দুঃখিনী হবে কভু

✍️ অনুপ দেবনাথ

যে প্রেম মানুষকে প্রেমিক করেনা,
সেই প্রেমের প্রেমিক আমি হতে পারলাম না।
যে দৃষ্টির মাঝে সৃষ্টি থাকেনা তা আজো পেলামনা।
বৃষ্টির মাঝে সৃষ্টির স্পর্শ পাবোনা তাতো হতেই পারেনা।
আর কবিতার মাঝে... না থাক।
আর স্পর্শের মাঝে... অনুভূতি। 
আর গভীর প্রেমের রাতে মৃদু আকুতি। 
রক্তজড়া দিনেও বকুলের স্পর্শ পাবে শুধু। 
আচ্ছা আমার দুঃখের রাতে দুঃখিনী হবে কভু?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ