খেটে খাওয়া

✍️ সমীরণ পাল

ওহে বাছা কি নাম তোমার?
আজ্ঞে দিদি রবি কুমার।
ঠিকানা কি,থাক কোথায়?
ঘাট পাড়ার ঐ কলোনীটায়।।
সতসকালে ছুটলে কোথা?
জোগার করতে কাগজ খাতা।
কাগজ টাগজ কুড়োও নাকি?
কেনা বেচা করি বৈকি।
কাগজ কেন কেমন দরে?
পাঁচ টাকাতে কেজি করে।
পড়াশুনা কদ্দুর হল?
পঞ্চমেতেই আটকে গেল।
চলছে সব কেমন কিসে?
মা-ছেলেতে মিলে মিসে।
প্রতিদিন কামাই জুটে?
মাঝে মাঝে হয়না বটে।
মা-ছেলেতে চলে তাতে?
মোটা কাপর মোটা ভাতে।
বস্তা দুইয়েক কাগজ আছে
দিয়ে দিন সব বেছে বেছে।
বিনামূল্যে নিয়ে যাও সব
না না একি বলছেন এসব!
যাও নিয়ে সব আবর্জনা 
বিনে পয়সায় কিছুই নেইনা।
হচ্ছে দেখে মায়া বড়ই।
কাগজ কিনি,ভিখাড়ি নই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ