মাতৃভূমি দেশমাতৃকা


✍️ কলমে- মনচলি চক্রবর্তী 
হে মোর মাতৃভূমি
হৃদয়ের ছন্দ তুমি
প্রনমি তোমায় জননী
শস্যশ্যামলা এই ধরনী
মোর গর্ব, মোর প্রানের ঝংকার
মাতৃভূমি তুমি মোর অহংকার
জননী জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয়
তব সুখ সমৃদ্ধি মোদের শ্রেয়।
দেশমাতৃকা তোমার চরনে সঁপিনু দেহমন
 মোর মাতৃভূমি তোমায় করি সতত পূজন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ