✍️ কলমে-সোমা নস্কর
দেশের জন্য যন্ত্রণা তোমার
ভালোবাসা ত্যাগ খাঁটি,
ধর্মে কর্মে এক নিষ্ঠ
ধন্য দেশের মাটি।
ঈশ্বরের বাস তোমার মধ্যে
জগত জোড়া নাম,
জ্ঞানী অজ্ঞানীর পথপ্রদর্শক
ভারতবর্ষ পুণ্যধাম।
মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম
ত্যাগ সেবা ভালোবাসা,
তুমিই যুগের শিক্ষাগুরু
নবজাগরণের ভাষা।
উজ্জ্বল নক্ষত্র অমর বীর
দেশবিদেশে অমূল্য অবদান,
সর্বস্তরের মানুষকে তুমি
ভেবেছ ভগবান।
তোমার শিক্ষা চেতনার আলো
ঘটিয়েছে জাগরণ,
যুগে যুগে তোমার বাণী
থাকুক আমরণ।
ভারতবর্ষের প্রতীকপুরুষ
ক্ষমা দয়া পবিত্রতার শান্ত রূপ,
স্বামী বিবেকানন্দ প্রণাম তোমায়
তুমি মোদের শক্তি রূপ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন