বিদায়

-----------
✍️ পূজা মজুমদার 

অনিচ্ছা সত্বেও গতকাল প্রিয় একজনকে বিদায় জানিয়েছি; 
সেদিনের মতনই আকাশ তমেঘলা ছিল,ছিল  ঝড়ো হাওয়া; তবু তো বিচ্ছেদ ঘটেছিল এমনি এক দিন।
সেদিন আমি পারিনি; দুহাত জোড় করে মিনতি করে 
বলতে, 'থেকে যাও প্রিয়, যেও না প্লিজ'
না!আমি পারিনি!পারিনি আমি কিছুই বলতে;
হ্যাঁ আমি তোমায় বিদায় জানালাম;চিরতরে'ই জানালাম;
আমার কি পোড়া কপাল দেখো; প্রতি প্রশ্বাসে নিজের নাম রেখেছি তো প্রতিটা নিঃশ্বাসে তাহার নাম দিয়েছি; সেই তাহাকে আমি হারিয়েছি;
হ্যাঁ হারিয়েছি আমি;এই এক জীবনে আমি সত্যিই তাকে হারালাম;
না পেলাম তাহাকে, না গ্রহণ করতে পারলাম তোমাকে!
এত এত অপ্রাপ্তি;এত এত ব্যর্থতা;আমি আর সইতে পারিনে প্রিয়!
পরিশেষে আমিও কারো দীর্ঘশ্বাস আর নির্ঘুম রাতের কারণ হয়ে দাঁড়ালাম! তাই তোমায় বিদায় জানালাম। 

হে ঈশ্বর!তুমি আমায় কখনো ক্ষমা করোনা! কখনো না!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ