✍️ হাসনাইন সাজ্জাদী
একা একা ভাল থাকা যায় না
দেশ জাতি সমাজ ভাল না থাকলে
নিজে ভাল থাকা কষ্টকর আর
নিজে ভাল না থাকলে সংসার ভাল রাখা যায় না
সংসার ভাল না থাকলে নিজের থাকা না থাকা সমান
হয়ে পড়ে
...আমরা জয় বাংলা বলি আমাদের জয় চির অক্ষয়
পৃথিবী একাই যাত্রা শুরু করেছিল
তারপর এলো প্রকৃতি,প্রকৃতি জন্মদিল এককোষী প্রাণ
এককোষী প্রাণ থেকে আজ আমরা বহুকোষী প্রাণী।
আমরাই আমাদের জানার প্রয়োজনে নিউরনে নিয়েছি জ্ঞান
দেখার প্রয়োজনে খুলেছি চোখ শুনতে চেয়ে বের করেছি কান
বাতাস গ্রহণ করতে বের করেছি নাসিকা স্বাদ নিতে জিহ্বা এবং
ধরার জন্য হাত ও হাঁটার জন্য দাঁড় করিয়েছি পা,বিজ্ঞান বলে
এই যে বহুকোষী থেকে মানুষে আকৃতি লাভ নানা বিবর্তনে
এটাকে আজ হুমকিতে ফেলেছিল একদা করোনাভাইরাস
অতীত ইতিহাস এমনি,আরো অনেক ভাইরাস এসেছে
মানুষ তার প্রতিষেধক টিকা বের করেছে
করেছে অতীত ভাইরাস নিয়ন্ত্রণ
এখন করোনা পরবর্তীকাল চলছে লড়াই
আবিস্কৃত হয়েছে ভ্যাক্সিন চলছে প্রতিরোধ
এ লড়াই এ একদিন হয়তো মানুষ
সফল হবে আবার বিফলও হতে পারে
যাই হোক মানুষের লড়াই মানুষের সাফল্য
কতকাল অবিকৃত থাকবে জানা নেই
মানুষ করোনাভাইরাস আক্রমণ জনিত কারণে
নতুন প্রজাতিতে একদিন ধীরেধীরে রূপ নেবে
লাখ লাখ বছরের এ বিবর্তন ধারায় মানুষ
কোন আকৃতিতে কী নাম ধারণ করবে তা আজ
এককথায় প্রকাশের কোনো সুযোগ নেই
হাজার বছরের বিজয় রেখায় আমরা ভাষার লড়াই করেছি
জিতেছি ছয় দফার সংগ্রামে
একাত্তরে জিতেছি মহান মুক্তি সংগ্রামে
ভাষাভিত্তিক জাতীয়তাবাদ আন্দোলন ও দেশ
আজ মায়ের সম্মানে।
0 মন্তব্যসমূহ