🖋কাজী নিনারা বেগম
কারা সেই মৃত পরিজনের ফসিল দিয়ে গড়ছে ঘরের দেয়াল,
রক্তের রক্ত সেচে ফসল বুনচে মানবাধিকার ও গনতন্ত্রের সেতু নির্মাণ।
ছিনিমিনি খেলছে কারা সেই মানুষ মৃত পরিজনের লাশের ওপর,
কবরের দেয়ালে গনতন্ত্র মানবাধিকার চাদর দিয়ে ঢেকে রাখতে চাইছে।
গনতন্ত্র আজ অদৃশ্য হাওয়া,
মৃত পরিজনের কবরের দেয়ালের নীরবতাই।
দেয়ালের ভেতর মৃত পরিজনের লাশের সাথে ,
প্রতিটি মৃত্যুর সাথে পন্যের বাহারি মোড়কে বেড়িয়ে এল সভ্যতার মানব চেতনা। পাপের প্রাচিরের ধংসাবশেষ অবক্ষয়ে জর্জরিত কায়া এক মেরুদণ্ডহীন মাংসের পিন্ড।
0 মন্তব্যসমূহ