নৈতিকতার নেই যে বালাই


✍️ কলমে - প্রতীক হালদার 

নৈতিকতার নেই যে বালাই 
নাগরিকের নেই যে দায়,
লোভ-হিংসার এই সমাজে 
কষছে হিসাব আরও চাই।

আইন-কানুন দিচ্ছে ভেঙে
করছে নিজে অত্যাচার,
তার ভয়েতে চুপ যে সবাই
হয় না কোনো সুবিচার।

দোষীর মাথা রয় যে উঁচু 
নির্দোষীরা ভয় টা পায়,
আইন-কানুন মিথ্যা হয়ে
নিজেই নিজে মূর্ছা যায়।

কেউ ভাবে না কারোর কথা
নিজের জন্য ভাবনা সব,
পরের জন্য নেই তো সময়
অন্যায় দেখেও থাকে নীরব।

তবুও বুলি 'আমরা মানুষ'
মুখেই শুধু ভাই-ভাই,
বিপদ বুঝে দেয় যে দৌড়
নাগরিকের কোনো কর্তব্য নাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ