শুধু শুধু কেউ আসে না


✍️ জনার্দন

আমি দেখছি, তুমিও দেখো, তোমরা সবাই দেখো;
ভালো কিছু তো দেখছি না!
তারপরও বলছো, হ‍্যাঁ' এটা ভালো।

আমি সহজভাবে কিছু একটা বলতে চাই;
এটা কোনো অনুভূতি নয়, 
একটা কাহিনী মাত্র।
বুকের যন্ত্রনা, সবটাই খোলাখুলি।

শুধু শুধু  কেউ আসে না,  
নিজেকে তুলে ধরার জন‍্যে আসে, 
ওরা আসলে সাহায্যপ্রার্থী।

প্রলুব্দ করার যতরকমের সামগ্রী আছে সবটাই  নিয়ে আসে;
আসলে' নিয়ে আসে একটা বঁড়শি।

প্রয়োজনে দাদা-বৌদি, কাকা-কাকি, পিসি-মাসি,....
ব‍্যর্থ হলে ননসেন্স, স্কাউণ্ড্রাল।

জমে থাকা কষ্টগুলির ভাগ, কেউ নিতে আসে না; শুধু আসে, শেষবেলার টোপ  আর অনাগত ভবিষ্যতের গল্প শোনাতে।    
কত দরদ! 

কাল্পনিক একটা গল্প শুনিয়ে মনকে বশ করে নেয়,
ঠেলে দেয় একটা অনিশ্চিত ভবিষ্যতে।

প্রথমবেলায় ওরা সবচেয়ে বেশী আপন;
এই মানুষগুলোই শেষবেলায় সরে দাঁড়ায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ