কলম তুমি

 
✍️ সুজাতা পাল

মন তুমি তার কাছে যেও
যে তোমার কদর করতে জানে,
ঐশ্বর্য তুমি তার অহংকার হয়ো
যে উপলব্ধি করতে জানে তোমার মানে। 

সময় তুমি তার কাছে থেকো
যে তোমার মূল্য দিতে পারে,
বিদ্যা তুমি তাদের সঙ্গ দিও
যারা তোমায় বিলিয়ে দিতে চায় সমাজের উপকারে। 

কলম তুমি তাদের পাশে থেকো
যারা অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়ায় রুখে,
চাকরি তুমি তাদের হয়ে থাকো
যাদের দ্বারা আর্থসামাজিক উন্নতি হবে 
কখনোই যেন চাকরি করেন শখে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ