রানীর বাজার, পশ্চিম ত্রিপুরা
মুহূর্তকে ছোঁয়া যায় না,
এমনকি দেখাও যায় না,
তবুও নিশ্চিত সে আছে,
খুব দামী আমাদের প্রত্যেকের কাছে।
মুহূর্ত শুধু একটি শব্দ মাত্র নয়,
সে নির্ধারণ করে জয়-পরাজয়,
সে কখনো খিলখিল হাসায়,
কখনো বা নিদারুণ কষ্টে আমাদের কাঁদায়।
মুহূর্তেই মুহূর্ত হয়ে যায় শেষ,
গতি তার যে দুর্বার অনিমেষ,
জন্ম-মৃত্যু আর যত চলন-গমণ,
মুহূর্তেই হয় শুরু মুহূর্তেই দমন।
মুহূর্তেই যে সৃষ্টি হয় মুহূর্তেই ধ্বংস,
মুহূর্তেই সম্পূর্ণ আবার মুহূর্তেই অংশ,
মুহূর্তেই রঙীন স্বপ্নরা হিয়ায় মেলে ডানা,
মুহূর্তেই হাজারো স্মৃতি করে আনাগোনা।
0 মন্তব্যসমূহ