✍️ সুপর্ণা মজুমদার রায়
পূর্ব গগনে উঠেছে অরুণ তরুণ ভারত জাগো,
অলস হয়ে ঘুমিয়ে থেকো না একতার ছবি আঁকো।
দেশকে যারা করেছে খন্ড অন্তর কলহ দ্বন্দ্বে,
চিহ্নিত করো তাদের তোমরা হাত রেখে সহোদর স্কন্ধে।
স্বার্থের তাগিদে দেশকে যারা শোষণ করে তিলে তিলে,
কালিমার টীকা এঁকে দাও তোমরা তাদের কপালে। ধ্বজা উড়িয়ে যারা মায়ের স্বাধীনতার গান গায়,
তাদের শাসনে ভারত এখনো পরাধীন রয়ে যায়।
সব বাঁধা বেড়াজাল ভেঙে এগিয়ে তোমরা যাও,
অন্ধকারকে চুরমার করে দেশের কালিমা ঘুচাও।
উঁচু নীচুর ভেদাভেদগুলো নিশ্চিহ্ন করে দাও
মানবধর্মের পথে চলে দেশকে স্বাধীন করে নাও।
**********************
0 মন্তব্যসমূহ