সম্পাদকীয়

✍️.......................................সম্পাদকীয়

"তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব," এই বিখ্যাত স্লোগানটি ভারতের অন্যতম শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামী কিংবদন্তি নেতা, নেতাজি সুভাষ চন্দ্র বসু বলেছিলেন গোটা ভারতবাসীর উদ্দেশ্যে। তিনি ভারতীয় জাতীয় সেনাবাহিনীর নেতা হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

১৮৯৭ সালের ২৩ জানুয়ারি বর্তমান ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেন সুভাষ চন্দ্র বসু। তাঁর মাতা ছিলেন প্রভাবতী দেবী এবং পিতা জানকীনাথ বসু। তিনি ছিলেন তাঁর বাবা মায়ের ১৪ জন সন্তানের মধ্যে নবমতম সন্তান। জনসাধারণের কাছে 'নেতাজি' নামেই সর্বাধিক প্রচলিত তিনি। জানুয়ারী মানেই নেতাজী নেতাজী গন্ধ। নেতাজী সুভাষ চন্দ্র বসু শুধু ভারতেরই বিখ্যাত নেতা ছিলেন না, উনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা ছিলেন। যার নাম হৃদয়ে আসলে শরীর এবং মনপ্রাণ শিহরণ দিয়ে ওঠে। দেশপ্রেমিক কাকে বলে হয়তো উনি শিখেয়ে গেছেন। উনার সম্পর্কে বলে শেষ করা একটি বিশেষ মূর্খতার পরিচয় দেওয়া হবে। উনি আমাদের মনেপ্রাণে, দেশের সবুজ ঘাসে, বাংলা মা'র মাটির গন্ধে মিশে থাকবে আজীবন। ভালো থাকবেন নেতাজী। এই বিশেষ সংখ্যায় বিশেষ সহযোগিতা করেছেন নবোন্মেষ পত্রিকার আহ্বায়ক পান্থ দাস এবং প্রচারক সুমিতা স্মৃতি। তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইলো। 

ধন্যবাদান্তে-

গৌরাঙ্গ সরকার 

সম্পাদক, নবোন্মেষ 

শিবশংকর দেবনাথ 

সহসম্পাদক, নবোন্মেষ পত্রিকা 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ