✍️অসীম দেববর্মা
আমার নিত্য চলার পথে হোটেল পড়ে না
জমকালো আলোতে নানা ব্যঞ্জন দিয়ে পেট
পুড়ে খেয়ে,
অভুক্তের দেখে মায়া কান্না করা চোখের দল আমি পড়ি না।
ঘুম থেকে উঠে বিছানার পাশে টেবিলে চা সাজানো থাকে না
পকেটে টাকা থাকলেই চিনি, চা -পাতা, দুধ আর বিস্কুট
এনে দিলেই চুলোতে চায়ের কেটলি বসে
আয়েশের ব্ল্যাক কফি পান করার দলেও আমি পড়ি না।
নেই প্রয়োজন কোট, টাই, সুট, বুটের পরিধেয় হোক ঐতিহ্যের বাহার
নেই প্রয়োজন গা ভরা অলংকার দামী শাড়ি
তার চেয়ে ভালো সন্মানের কস্তাপাড়ী!
দুবেলা দুমোঠো ভাতের থালা থাকুক সবার হাতে
সুখে, দুঃখে, বাক্য বিনিময় হোক সমাজে বসবাসকারী একে অপরের সাথে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন