✍️সুমিতা স্মৃতি
সময় চলে যায় আসে না ফিরে।
কেউ রাখতে পারেনি সময়কে ধরে।
সময় বয়ে যায় স্রোতের মত।
সময়ের সাথে চলে যায় জীবন শত শত।।
সময় শিখিয়ে দেয় জীবনের মূল্য।
আর জীবন বলে দেয় যে সময় সবচেয়ে অমূল্য।।
সময় দেখিয়ে দেয় জীবনের গতি।
সময়ই নিয়ে আসে জীবনের সুখ ও দুর্গতি।।
সময় ঈশ্বরের সৃষ্টি অমূল্য সম্পদ।
সময়ের সাথে বদলে যায় মানুষের জীবন চলার পথ।।
তাই বলি যদি কর বৃথা সময় নষ্ট।
জীবনে পেতে হবে অনেক দুঃখ কষ্ট।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন