অতীত


             ✍️শাশ্বতী  দেব

অতীত   দেখা   দেয়  চোখের  সামনে  
আমাদেরই   অগোচরে ,

অতীত  দেখা  দেয়  অনিশ্চিতভাবে  বর্তমানকে  ঘিরে ।

অতীত  দেখা  দেয়  পুরোনো  স্মৃতি  অন্তরে  জাগিয়ে  তোলার জন্য ,

অতীত  মনের  কোণে  লুকিয়ে  থাকা  
বিষাদমাখা  স্মৃতির  উত্থাপন  করে মাঝে মাঝে ।

অতীত  মনে  শক্তি  যোগায়  সুস্মৃতির  দ্বারা ,

অতীত  প্রাণে  জাগিয়ে  তোলে  হাস্নোহানা  মনের  কোণে  মোহময়  স্মৃতি  জাগিয়ে  তুলে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন