আর্তনাদ


           ✍️অভিজিৎ চক্রবর্ত্তী
 
আমি যে দেখেছি মাতৃহারা শিশুর করুণ আর্তনাদ। 
আমি যে দেখেছি ফুতফাতে থাকা শিশুদের কোমল হাত।। 
আমি যে দেখেছি ক্ষুধার্ত শিশুর করুণ আর্তনাদ।
আমি যে দেখেছি ক্ষুধার্তের মুখে দারিদ্র্যতার অভিশাপ।। 
আমি যে দেখেছি সন্তানহারা মায়ের তীব্র আর্তনাদ।
আমি যে দেখেছি বিশ্বজুড়া মহামারির বার্তালাপ।। 
আমি যে দেখেছি স্বামী হারানো স্ত্রীর উন্মাদিনী আর্তনাদ। 
আমি যে দেখেছি বীর শহীদের রক্তাক্ত দেহের ছাপ।। 
আমি যে দেখেছি ব্যর্থ প্রেমিকের মাতাল আর্তনাদ। 
আমি যে দেখেছি ব্যর্থ জীবনের রাস্তায় কাটানো রাত।। 
আমি যে দেখেছি সৎ লোকের গোপন আর্তনাদ। 
আমি যে দেখেছি সততা নিয়ে ব্যর্থ অনুতাপ।। 
আমি তো দেখেছি স্বজনের শোকে সুজনের আর্তনাদ। 
আমি তো দেখেছি সুজনের পতনে স্বজনের থাকে হাত।। 
আমি যে দেখেছি শুধুই দেখেছি পারিনি কিছু করতে। 
পারিনি আমি অন্যায়ের সাথে জোড়ালো হয়ে লড়তে।। 
       

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন