✍️ সঙ্গীতা গুপ্ত
তোমার সাথে কেন যে আমার এত অভিমান,
তুমিই আমার বিষন্নতার কারণ।
ভেঙে পড়ছে ভালোবাসার মজবুত দেয়াল।
বিক্ষুব্ধ হৃদয় বন্দরে টুকরো টুকরো অভিমান আছড়ে পড়ল।
জীবনঝড়ে ভারসাম্য হারিয়ে দু-মুহূর্ত বসিনি নীরবে
চাইনি তোমাকে কাছে পেতে,
সব ভুলে অবিশ্বাসে আর্তনাদে
ভরে তুলি জ্যোৎস্নার সন্ধ্যাকে।
তোমাকে আঘাত করার শপথ নিই ,
ফেলে আসা অতীতের রূপকথার গভীরে পিচ্ছিল মন
আমার আশ্রয় খুঁজে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন