✍️রত্না মজুমদার
বেদনাহত অনুভূতিগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে,
কতভাবে ডেকে আনে মৃত্যু ।
মৃত্যুর ধ্বস নিরুদ্দেশের পথে কবিতার পান্ডুলিপি ,
গর্জনমুখী আঘাতে আঘাত ;
লাশের পর লাশ পৃথিবীর বোঝা হয়ে
ভেসে যাচ্ছে অনাকাঙ্খিতে অকাট্য ।
উপায়হীন ইচ্ছেরা আপন আত্মাদের
বাঁচাতে উৎকন্ঠায় উৎকর্ণ হাহাকার ;
ভৌগোলিক উত্তরাখন্ড যেন নীল গ্রহে উতলা ,
ভয়ঙ্কর দৃশ্যতে মাথা নত করে আছে প্রকৃতি ।
ভয়চকিত চিত্তে চারিদিকে তাকিয়ে
দেখি ,
সংঙ্গাহীন অবস্হায় আমিও তাদের দলের একজন হব নাকি ;
তৎক্ষণাৎ ছড়িয়ে দিল বাতাস অক্সিজেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন