ঝামেলার প্রকারভেদ


              ✍️ অনিমেষ গোপ

ভাষার জগতে অফুরন্ত শব্দ রয়েছে।
কিছু শব্দ মিলনে মনের আবেগ প্রকাশ পায়।

কিছু শব্দ মিলনে আদর ভালোবাসা সৃষ্টি হয়।
ঘৃণার সৃষ্টি হয় বেশকিছু শব্দ ব্যবহারে।

শব্দ ব্যবহারের ফলে যমরাজ সন্তুষ্ট হয়েছিল।
বিরক্তকর পরিবেশ সৃষ্টি হয় অসংযত শব্দ মিলালে।

বেশ কিছু শব্দ মিলনে দুঃখ প্রকাশ হয়।
আবার কিছু শব্দ মিলনের ফলে ঝামেলার সৃষ্টি।

ঝামেলা কখনো ভয়ের, আবার বিনোদনের।
ঝামেলা কখনো ক্ষতির, আবার কারোর লাভের।

আমন্ত্রিত ঝামেলা, যুক্তির যাঁতাকলের ঝামেলা।
প্রকৃতি সৃষ্টির ঝামেলা, স্বার্থ জনিত ঝামেলা ।

কারো কাছে ঝামেলা বেশ ভয়ঙ্কর ।
কারো কাছে ঝামেলা আনন্দের খোরাক।

নিষ্কর্মাদের কাছে ঝামেলা হয়ে ওঠে প্রসাদ
অকালপক্কদের কাছে ঝামেলা মধুময়।

গরিবের কাছে ঝামেলা সম্মান নষ্টের ভয়।
সম্মান রক্ষার্থে প্রতিবাদ না করে নীরব রয় ।

নিরবতাকে দুর্বলভাবে কৌশলীরা খেলা করে।
অতি চালাক সময় হারিয়ে সব বুঝে ঘোলা জলে।

কৌশলিরা ঝামেলা নিষ্পত্তির চেয়ে, বিস্তার করে।
সমাজে কিছু সংখ্যক ঝামেলা বেশ ভালবাসে।

বেশ সংখ্যক ঝামেলা নিষ্পত্তি করতে চাই।
কিছু সংখ্যক ঝামেলা বিস্তারের আনন্দিত।
           

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন