শিশু


                 ✍️অংকিতা বর্মণ ঘোষ

শিশু নিষ্পাপ শিশু জগতের প্রাণ
তবুও!আজও জন্মে শিশু শ্রমিক?
কিছু স্বার্থবাদী, প্রেমহীন,হৃদঋৃণ
মানব পাপে আজও জন্মে শিশু শ্রমিক!

কিছু প্রেমহীন হৃদঋৃণ কণ্যভ্রুণ
হত্যাকারী নিকৃষ্ট পাপী
আবার কন্ঠে বাঁধে ১৪ নভেম্বর
শিশু দিবস না কি?

কিছু নিকৃষ্ট  দুষ্কৃতি পাপী তাপী
শিশু কন্যা ধর্ষণ কারী
তবে কিসের? শিশুদিবস কন্ঠে বাঁধি!

ভারতমাতার রক্তবর্ণ চোখে  তুফানি কন্ঠে
কন্ঠে নয় চিত্তে চাই জয়
মঞ্চে নয় বাস্তবে চাই জয়
শিশু নবীন শিশু সবুজ
তারা জগতের শ্রেষ্ঠ অবুঝ
কন্ঠে নয় চিত্তে চাই জয়
ধনী-দরীদ্র নয় কেবলই শিশুর জয়
তবেল নবীনে সবুজে সাজবে
ভারতমাতার শীর্ষে জয়
ভারতমাতার কন্ঠে বাঁধবে
শিশু নিষ্পাপ শিশু জগতের প্রাণ
আজ শিশুদিবসের জয়গান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন