মানুষ


               ✍️চিন্ময়  চক্রবর্তী

সবাই  মানুষ  ভালবাসি,
এমন  কোন  মানুষ  নেই  যাকে  কেউ  ভালবাসে  না ।
আমরা  দেখেছি  রবীন্দ্রনাথ   ঈশ্বরচন্দ্র  সুকান্ত  মধুসূদন  আরো  অগণিত  কবিদের ,
আমরা  এমন  মানুষ  ভালবাসি  যাঁরা  নিঃসার্থভাবে  মানুষের  জন্য  প্রাণ  দিয়ে  গেলেন ।
আমাদের  ভারতবর্ষে  কত  ভাল  মানুষ  আছে,
আমরা  কখনও  তাঁদের  ভুলতে  পারব  না ।
আমরা  যখন  ঘর  থেকে  বেড়িয়ে যাই  তখন  রাস্তায়  কত  মানুষের  সঙ্গে  পরিচয়  হয় ,
আমরা  যখন  ভারতবর্ষে  জন্মগ্রহণ  করেছিলাম  তখন  থেকেই  প্রচুর ভাল  মানুষকে  দেখেছি ।
এমন  মানুষ  আছে  যাঁরা  ভাল  মানুষকে  দেখেছি ,
এমন  মানুষ  আছে  যাঁরা  ভাল  মানুষকে খারাপ হিসেবে  পরিণত করে ।
 এমন  মানুষের  সাথে  চলতে  হবে ,
আমাদের  জীবনে  যেন  সুখ  শান্তি  সমৃদ্ধির  বাতাবরণ  থাকে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন