জোনাকি

   ✍️প্রতীক হালদার 

ও - জোনাকি,দিনের বেলা 
থাকিস কোথায় তোরা?
আঁধার হলে দল বেঁধে সব 
রাত-দুপুরে ঘোরা ।

ভয় পাস নে ভূত কে বুঝি?
সাহস কোথায় পাস?
এদিক-ওদিক ঘুরে বেড়াস 
যেথায় খুশি যাস ।

আঁধার গলি আলোয় ভরাস 
রাতের পরী তোরা,
দেখতে পেলেই ধরতে ছুটি 
এক নিমেষে মোরা ।

ক্লান্ত পথিক ফিরছে ঘরে 
দেখাস তারে আলো,
এমনি করেই পুণ্যি করিস 
থাকিস তোরা ভালো ।

বলব আবার কাল'কে কথা 
আজ'কে তবে থাক,
আসবি আবার আমার কাছে 
দেবো যখন হাঁক ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন