✍️কৃষ্ণকুসুম পাল
নেতা যদি চুপ থাকে
বুঝতে হবে-------
খোঁজে দলবদলের উপায়,
নেতা যদি মিছিলে হাঁটে
বুঝতে হবে--------
নেতা ক্ষমতাহীন অসহায়,
নেতার মুখে উপদেশ
বুঝতে হবে--------
নেতা আছে ক্ষমতায়,
নেতা রেগে অগ্নিশর্মা
বুঝতে হবে-------
নুন লেগেছে আঁতের ঘায়,
নেতার জন্য ভাতা,পেনশন
বুঝতে হবে------
বেকারের জন্য স্বাবলম্বন,
নেতার জন্য জেড সু
রক্ষা
বুঝতে হবে------
জনতার জন্য জিরো আরক্ষা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন