আসামী ঈশ্বর

 
              ✍️সপ্তশ্রী কর্মকার

ভূত চতুর্দশীতে বশীকরণের উন্মাদনায়
গ্রামের নদীতে রক্তজল বইছে,
ঈশ্বর বেষ্টনী ছড়িয়ে,  
উগ্রবাদীরা লিপ্ত হয় মানুষ হত্যায়। 
তখন ঈশ্বর অলিন্দের বিষন্ন সুরে বলে,
 রাষ্ট্রীয় গারদ থেকে নিজেকে রক্ষা করে 
"ভালো থেকো"।

ঈশ্বরের আসামী অস্তিত্ব ফিরছে কারাগার থেকে, 
তুমিও দোষী ভাবতে অবাক লাগে!
কৃত্রিম ভণিতার দেশে কোথায় থাকে তোমার আকর?
কিভাবে আমাকে পারাপার করবে পবিত্রতার দেশে।

  ঈশ্বরের কলাকৌশলী বুঝি না আমি,
শুধু নির্বাক দৃষ্টিতে জানালা দিয়ে দেখি, 
সুদূর আকাশে লাল আভাতে ত্রিশূল দেখা যাচ্ছে, 
আর নিঃসঙ্গ পথিক একাকী হেঁটে চলেছেন,
অস্ফুটবাকে বলে উঠে,,
  ঈশ্বর! ঈশ্বর! তুমি জেগে উঠো।
আর এই আশায় বসে থাকি আমি
  আসবে এক সাদা মেঘের ভেলা, 
হেমবর্ণী বাঁকা চাঁদের অপেক্ষায়,
ঈশ্বররূপী কবিতার অন্তিম প্রত্যাশায়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন