অনবসর


             ✍️ জীবন দেবনাথ 

হে সত্যিই তো কেউ অবসর নেই ।
কেউ হাটে ,কেউ মাঠে ,আবার কেউবা ঘরের কোনে ইন্টারনেটে ।।

সবাই ব্যস্ত যার যার গন্তব্যের খুঁজে।
কেউ সফলতার খুঁজে ব্যস্ত,
কেউ সফল হয়ে ও সফলতা নিয়ে ব্যস্ত।।
কেউ সু চিন্তা থেকে দুঃসচিন্তায় ব্যস্ত ,কেউ ভাবনায়।
কেউ সফলতার ভুল পথে ব্যস্ত।।
আবার কেউ দিক-বেদিক চঞ্চলতায় ব্যস্ত।
কেউ এই সুন্দর পৃথিবীর আলো দেখার অপেক্ষায় ব্যস্ত।।
কেউ মৃত্যুর আশায় দিন গুনতে ব্যস্ত।
কেউ অনাহারে অর্ধাহারে ক্ষুদার তাড়নায় একমুডো ভাতের জোগাড়ে ব্যস্ত।
আবার কেউ বা বিবেক হীন , মানবতাহীন , নিষ্ঠুরতায় ব্যস্ত ।।
     হে সত্যিই কেউ অবসর নেই ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন