ভালোবাসার পদাতিক


              ✍️কাজী নিনারা বেগম   

অধ ভুখন্ডের অনা কাঙ্ক্ষিত ভালো বাসা,,
যেনো এক অনাবৃত মায়াবী ভোরের উজ্জ্বল হলুদ রঙের সুরুজ ন্যায় উপরে পড়েছে।। 
উষ্ণতা ও আদরে অধমৃত ভালো বাসার পদাতিক  অপরাজিতা,,
ক্ষত বিক্ষত আত্মাগুলো
 নির্জনে ।।
নৈকট্য বিষাক্ত বিষাদের গল্প নিয়ে অসিম দিগন্তের,
তারা গুলোতে খুজেঁ চলেছে এক জীবন্ত কিংবদন্তি।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন