নিদ্রা


            ✍️পৌষালী ভৌমিক 

ছেলেবেলার সেই অপ্রিয় নিদ্রা,
তখন বড্ড ইচ্ছে হতো রাত পাখি হবার
রাতগুলো না জানি কত তারার স্বপ্নে ভরা।
আজ বড়বেলায় সেই নিদ্রা বড়ই প্রিয়,
এখন  রাত পাখি খুব চেনা
মাঝ রাতের স্বপ্ন গুলো যে বিনিদ্রার তুলিতে আঁকা।
ছেলেবেলায় যে নিদ্রা সময় নিয়ে আগলে রাখতো খুব, বড় বেলায় সে আজ চিন্তার অজুহাতে ফিরিয়ে নিয়েছে মুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন