✍️ইমরান খান রাজ
মানুষগুলো খুব অদ্ভুত
কথা কারো শুনে না,
কাণ্ড করে আবোলতাবোল
ভাব ধরে, কিছু জানে না !
পরিবেশটা খুব ভূতুড়ে
ভিষণ কালো অন্ধকার,
মানুষ নাই, সবাই ভূত
পাই না খুঁজে সত্যতার !
ভূতুড়ে দেশ, ভূতুড়ে জাতি
তবুও ভয় নেই আমার,
সত্যের পথে লড়ে যাবো সদা
পিছপা হবো না কভু আর !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন