✍️কানু বনিক
উত্তরের মেটোপথ দিয়ে হেঁটে গেলেই হয়,
পৌষালীর ছোঁয়ায় অনেকটাই স্বচ্ছতা পাবে;।
শীতের ভোরে সমগ্র আকাশটাই যেন বর্ণময় আলো খুঁজে থাকে।
আমি পূবের আকাশে সূর্যোদয়ের রক্তিম আভা দেখতে পাই।
কুয়াশাভরা আকাশের ঘোলাটে সূর্যটা যতটা আলো ছড়িয়ে দিতে চাইছে,
ততটাই সে হাঁপিয়ে উঠছে।
পাষাণ ঘেমে সৃষ্ট সকল নদীই তো কোনো না কোনোভাবে সমুদ্রে মিশে যায়,
যেমনটা আমার বুকের গভীরে তোমার ছায়া মিশে থাকে।
মীনাক্ষীর আলোতে ছন্দময় জীবন অনেকটাই গভীর থেকে গভীরে যায়।
বুকের গভীরে জমানো অনুভূতিগুলো আমি সর্বদা অক্ষরে সাজিয়ে রাখি।
যেদিন আসবে সময়,
সকলের মাঝে সেগুলো ছড়িয়ে দেবো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন