✍️ নিধির রায়
জীবন বড়ো ছোটো
এরই মাঝে তোমার সাথে
এমন করে দেখা হবে ভাবিনি।
নীল আকাশের নীচে
মায়াময় সবুজ গালিচা মাড়িয়ে
মেঠোপথ চলে গেছে দিগন্তে,
পথের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো
অপরিচিতা।
তোমার শরীরের কুসুম গন্ধ
বসন্ত নিয়ে আসে।
বসন্তকোকিল আর পলাশবন তোমাকে
আরো মনোরম করেছে,
বনময় আজ শুধু বসন্তবাহার।
গোলাম কুড়ির মতো অর্ধস্মিত তোমার চোখ
অপলক তাকিয়ে আমার দিকে
হে অপরিচিতা তুমি আজ আমাকেই চাও,
এত ভালবাসা!
সাদা শঙ্খের মতো মুখ তোমার
বাতাসের মতো পাতলা লাস্যময়ী
শরীরে কত মায়াময় নিষ্ঠুরতা,
আমি জানি তোমার ঐ প্রেম
একদিন আমাকে তোমার কাছে নিয়ে যাবে
হে মায়াময়ী।
এত প্রেম আছে তোমার দুনয়নে!
সেই নিরন্তর ডাকে,
নিশিডাকের কূহকের মতো
মায়াচ্ছন্ন হই।
একদিন যাব তোমার কাছে
নির্লিপ্ত হেঁটে যাব,
মিশে যাব কুসুমগন্ধময় তোমার
বাতাসের মতো লাস্যময়ী
তোমার অশরীরি শরীরে।
কোনো কথা রবে না তখন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন