✍️সুস্মিতা পাল
বুঝলে প্রিয়,
অপেক্ষা সে তো এক রাস সুন্দর মুহুর্ত ।
যার নেই যে কোনও সীমা ।
আর,তুমি আছ আমার অপেক্ষার কবিতারও ওপারে ।
এই অপেক্ষা যে, মোর শুধুমাত্র অপেক্ষা নয় ।
এই অপেক্ষা যে, হৃদয়ের অদেখা গহীন মুহূর্তের প্রতিস্থাপনেরও অপেক্ষা ।
তাইতো, তোমারই অপেক্ষায় আজো আছি যে বসে ।
তোমায় নিয়ে লিখবো যে কবিতা ,
সে তো মোর হৃদয়ে জানা আছে ।
কোনও এক কার্তীকি পূর্ণিমায় ,
তুমি আমি থাকবো যে পাশে ।
সেইদিন মোর অপেক্ষারও হবে যে অবসান ,
সে বিশ্বাস টা আছে যে, মোর হৃদয়ে ।
সেইদিন লিখবো যে দু জনের হৃদয়ের গহীন ভালোবাসা ,
ওই কার্তীকি পূর্ণিমার জ্যোৎস্না তলে বসে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন