✍🏻অভ্রজিৎ দেবনাথ
শহুরে বাতাসে নেই মধ্যরাতের ঘুম
রাত জাগাই চ্যাটিং-এ হাম অর তুম।
সমাধান কতবার হয়েছে আড়ালে
বিরতি লেগেছে চোখের নাগালে।
শ্রীরাধা বদলেছে এখন হিসাব অসীম
বরাবর মনে আছে প্রথম প্রতীম।
স্কুল বাসে উঠে এক সুঠাম তরুণ
ত্রিকোণ প্রেম বুঝে গেছি নিদারুণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন