সিদ্ধান্ত নাও


               ✍️সাইফুল ইসলাম 

আমার শান্তির দেশে সাধু বেশে?
কে যেন সম্প্রীতি নষ্ট করতে চায় ভাই !
সে ধার্মিক ভাবছ এরকমটাই !
তুমি ভুল সে ভন্ড সাধু ভাই !
যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় ?,
করিতে ধ্বংস বরবাদ !
তারা নাস্তিক শয়তানের জাত !
নিরাপরাদ মানুষের রক্তে রঞ্জিত তাদের হাত !
তারা ধর্ম নিয়ে করতে চায় গোপন রাজনীতি ভাই !  
ধর্মের চক্ষু মেলে দেখো তারা ধর্মের ভিতরে নাই !
তারা দেশে প্রেমের নামে লুটছে জনতাকে ভাই !
তারা শান্তি সম্প্রীতি নষ্টকারী দেশদ্রোহী তাই !

কোরান 'বাইবেল ' গীতা 'সমস্ত ধর্মগ্রন্থ ?
যদি শান্তির বানী শিখায় ভাই !
তবে কেন ধর্মের নামে এত দাঙ্গা বিবেদ ভাই!
হয় ধর্মগ্রন্থ গুলি ঠিক নয় তারা ঠিক ভাই !
ধর্মীয় গ্রন্থগুলি যদি হয় ঠিক ? তবে তাদের শুধরাও নয় ধ্বংস করে দেও ভাই !
যদি হয় তবে তারা সঠিক ভাই ?
তবে ধর্মীয় গ্রন্থগুলিকে আগুন দিয়ে পড়িয়ে দেও ভাই !
দুইমত একসাথে চলবে না ভাই!
কঠিন সময় সিদ্ধান্ত নাও শক্ত হাতে ভাই !
ধর্মীয় গ্রন্থগুলির শান্তি - সম্প্রীতি নাকি?
গোপন, রাজনীতির ছড়ানো দাঙ্গা বিবেদ চাই ?
সিদ্ধান্ত নাও ভাই ;;
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন