চাওয়া


             ✍️সুস্মিতা দেবনাথ

আমার দূর থেকে যাদের ভাবি,
 আছে অতি সুখে।
আসলে তারাই একটু সুখের, সাজেশন খুজে।।

আমরা দূর থেকে বলি,
তার মতো হয় যদি আমার জীবন।
আর কিছুই চাওয়ার নেই,
 ভগবানের নিকট।।
আসলে তাদেরও,
 এমন ভাবনা থাকে।
অন্য কারুর ওপর।।

আমার ভালোবাসা খুজি ,  
তাদের মতো করে।
আসলে তারাও,
তাদেও ভালোবাসাই সন্তুষ্ট নয় গোপনে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন