✍️রাহুল দেবনাথ।
বিলাসময় এ জীবন নাটক।
বিষন্নতায় ভরা।।
সুখের খোঁজে দুঃখ মিলে ভাই।
সুখে কাতর কারা।।
যদি না ভুলো অতীত কাহিনী।
বর্তমান তোমার বৃথা।।
দুঃখে দুঃখে সংঘর্ষ কেন?
সুখের আড়াল সেথা।।
জ্বলছো কেন? অতীত দাবানলে,
ছায় দেবে নাকো ঠাঁই।।
সব শেষ হয়ে যাওয়া ছায় যদি,
একটা ইট এত শক্ত রূপ পায়।।