হেমন্তের আগমন


             ✍️সুরমা আকতার 

হেমন্তের রূপালী পরশ,
প্রকৃতির হৃদয় ছুয়েছে।
সোনালী ধানের সুগন্ধ,
ছড়িয়ে পরেছে সারা গাঁয়ে।
আবার ফিরেছে হেমন্ত দেশে।
কুয়াশার চাঁদরে মাঁকড়শা বুনেছে ঘর;
হৈমন্তিক স্পন্দন নামে দেশে।
ঋতু কন‍্যার আগমনে,
চারিদিকে সৌরভিত।
পৃথিবীর বুকে হেমন্ত,
এসেছে আঁটঘাঁট বেধে।
শস্য ভরা ঋতুর সৃষ্টি,
তৃপ্তি জাগিয়েছে মনে।
শিশিরের ঝর্ণা নামে,
ঘাসের ডগায় স্তরে স্তরে।
প্রকৃতির সাজে হৃদয়ে মাদল বাজে।
নবান্নের ঘ্রাণ ছড়িয়েছে আকাশে-বাতাসে।
নানা ফুলের সুগন্ধে,
ঋতুকন‍্যা মুগ্ধতা ছড়াচ্ছে,
নবীন-প্রবীণ কবির মনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন