মা

    
                    ✍️পান্থ দাস

দুর থেকে যে ভালোবাসা যায় তা আগে এমনভাবে জানতাম না ৷ কে বলেছে ভালোবাসায় শুধু কষ্ট আর ব্যথা পাওয়া যায় ! ভালোবাসার আন্তরিকতা শুধু কি রক্ত মাংসের শরীরেই পরিলক্ষিত হয় ! উওর, না একদম না ৷ ভালোবাসার কোন ভাষা থাকে না, ভালোবাসতে প্রয়োজন শুধু সুন্দর একটি মনের ৷ চোখের ভালোবাসা হয়তো ফুরিয়ে যায়, কিন্তু মনের ভালোবাসা এত সহজে ফুরিয়ে যায় না ৷
কাকে ভালোবাসি ভাবছেন, ভালোবাসি আমার মা মুন্ডমালিনী কালিকে ৷ হয়তো তিনি মাটির, কিন্তু আমার সুখে-দুঃখে, ভালো-খারাপে জীবনের প্রতিটি ছত্রে মা আমার সাথে থাকেন ৷ আমার শুভ বুদ্ধির প্রসার ঘটায় ৷ রক্ত মাংস শরীরী ছেড়ে চলে গেলেও মা কখনো তাঁর সন্তানের হাত ছেড়ে দেয় না ৷ 
জীবন নৌকার ভেলা যে কখন থমকে যাবে তার কোন ঠিক নেই ৷ বিশ্বাস আছে যে ভালোবাসার টানে মা কখনো আমার থেকে পিছপা হবে না ৷ জীবনের প্রতিটা মুহূর্তে  মায়ের প্রতি এই ভালোবাসা আর বিশ্বাস এইভাবেই অটুট থাকবে সমাজ আর সকল জীব কল্যাণে ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন