জীবনের আহ্বান


                 ✍️ চন্দ্রিমা বণিক

সৌর স্নাত মুগ্ধ প্রাণ   
ভোরের আলোতে ধরে যে তান
বলে আয় আয় সবে ছুটে, 
      রাঙা আলোতে ভরিয়ে মন
      সফল কর হে এই জীবন
      ডুবে থাক এই বিশ্ব সংসারেতে।

জীবন ডাকে আয়ের আয়
মহোৎসবের ছন্দে আয়
ঐক্যের সুর ধরে সবাই মিলে, 
      ভুলে গিয়ে সব ভেদাভেদ
      নিঃশেষ হোক মনের খেদ
     এগিয়ে আয় আশার বাতি জ্বেলে। 
দূর হোক সব জরা ব্যাধি
জীবনের গান গাই নিরবধি
বদ্ধ হোক সুদৃঢ় সংকল্প, 
         সৃজন কান্ডে অংশ নিয়ে
         সভ্যতাকে নিয়ে যাবে এগিয়ে
         শুরু হবে নিত্য নতুন প্রকল্প। 

আয় আয় সব দুঃস্থদীন
সাত রঙে আজ হই রঙিন
ঘুমন্ত প্রাণে আগুন জ্বালিয়ে, 
          হাতে হাত ধরে আজ
          জয় করে সব লোকলাজ
          দৃপ্তপদে আজ আয় এগিয়ে। 
            
                        

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন