✍️ সুপর্ণা মজুমদার রায়
-------------------------------------
বাউল তোমার একতারাতে
কোন সুরটি আছে সাধা?
শিরায় শিরায় ভাব তরঙ্গে
সরল মনের জীবন গাঁথা।
বাউল তোমার একতারাতে
সুধা মাটির ভেজা গন্ধ,
শ্যামাঙ্গিনীর পায়ের মলে
রাঙা মাটির সুর ছন্দ ।
বাউল তোমার একতারাতে
দেহতত্ত্বের মিলন সুর,
হরেক পাখির কলতানে
জাগরণের নুতন ভোর ।
নবচক্র বাঁধা আছে
একতারাই তারের মাঝে,
ধর্ম অর্থ কাম মোক্ষ
তোমার সুরে মিশে আছে।
বাউল তোমার একতারাতে
সত্য ত্রেতা দ্বাপর কলি,
ফুলের বনে গুঞ্জরনে
মধুর খোঁজে নেশায় অলি।
বাউল তোমার একতারাতে
সাত সাগরের নীলাভ ঢেউ,
ভালবাসার সাত কাহনে
মনের মাঝে আবছা কেউ ।
বাউল তোমার একতারাতে
আসা-যাওয়ার হাজার বিলাপ
রাধা শ্যামের ভক্তি রসে
সুখ সারীর প্রেমের আলাপ।
বাউল তোমার একতারাতে
নদীর পারে ধোঁয়ার রেশ,
দুখী সতীর পুড়ছে দেহ
কেড়ে নিল মরণ বেশ।
বাউল তোমার একতারাতে
মন যমুনার জোয়ার ভাঁটা,
সপ্তপদীর দিন গুনে যায়
বিনিসূতোর সম্পর্কটা।
বাউল তোমার একতারাতে
ভবসাগর পারের কথা,
বিধাতার এই রঙ্গ মঞ্চে
নাটকান্তে যথা তথা।
বাউল তোমার একতারাতে
একটি তারেই আছে প্রাণ,
সুখ দুঃখের গল্প নিয়ে
জীবন যুদ্ধের কতো গান ।
বাউল তোমার একতারাতে
কৃষ্ণ -খ্রীস্ট তফাৎ বিহীন,
কালিমাকে ধুয়ে মুছে
মানবতার ফিরবে সুদিন।
রাঙা মাটির পথে পথে
লালনের সেই দীর্ঘ রেশে,
বাজিয়ে চলো একতারাটি
বাউল তুমি আউল বেশে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন