✍️ সংহিতা ভট্টাচার্য
কিছু কথা বিষ
অশান্তি ছড়িয়ে দেয় অহর্নিশ।
কিছু কথা ধরায় জ্বালা
যুক্তিহীন, কান ঝালাপালা।
কিছু কথায় ঝরে দম্ভ আর অহং
চিনিয়ে দেয় জীবনের নানা রঙ।
কিছু কথা শেখায় জীবন সংগ্রাম
আবেগ ভুলে ছুটে চলা অবিরাম।
কিছু কথা ছুঁয়ে থাকে মন সারাক্ষণ
রামধনু রঙে আকাশ সাজে যেমন।
কিছু কথার পরশে জুড়ায় বুক
সাজে কতো স্বপ্ন, খুঁজে পাই সুখ।
কিছু কথা দেখায় আলোর পথ....
হতাশা ভুলে করি বাঁচার শপথ।.
এভাবেই নানা কথায় জড়িয়ে ক্ষয়িষ্ণু জীবন
কথা দিয়েই শুরু কথাতেই সমাপন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন