✍️রঞ্জিত চক্রবর্তী
শরতের আকাশে আজ
মেঘ রোদের খেলা
শান্তি ও আনন্দের বার্তা
বাতাসে নেচে বেড়ায়।
জুঁই শিউলি কামিনীর গন্ধে
প্রকৃতির রং বদলায়
তবুও এই সকাল অন্য কথা বলে
বিশ্বাস নিয়ে যায় অপর পারে।
অতীতের সাথে বর্তমান ধরে
স্মৃতির মালা গাঁথা
স্রোতে বা বদ্ধ জলে
শুধু তাঁরই গান।
সুখ-দুঃখে যাদের উপস্থিতি নেই
সেই পুরুষেরই আমি একজন
আমি কোনো ছিন্নমূল নই।
এভাবেই একের পর এক হয়ে আসা
স্মৃতির কাছে অবনত হয়ে
আপনার মুছে যাওয়া
অতীতকে স্মরণে রাখা
যারা আছে বিস্মৃতির অতলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন