✍️মাধুরী লোধ
মন ঘুড়ি উড়ে চলে হাজারো হাজার
লাখো মাইল দুরে
বাতাস লাগে না সুতো লাগে না
ঘুড়ি উড়ে খালি উড়ে ।
কখনো কখনো বসে অরন্য ছায়ায়
কখনো বা মহাশূন্যে
কখনো সাঁতার কাটে মহা সমুদ্রে
কখনো বা তীর্থ স্থানের পূন্যে ।
মনঘুড়ি থমকায় না আটকায় না
কখনো কোন গাছের ডালে
লেজ ধরে কেউ করে না টানাটানি
ছুটে বেড়ায় আপন তালে ।
মন ঘুড়ি আর মন পাখি দুজনাতে
চমৎকার সই ভাব মিতালী
অজানা কে জানতে চিনতে বুঝতে
হয়ে যায় আপন ইচ্ছের মালি ।
আপন পর ভেদ মানে না কখনো
মন ঘুড়ি চলে আপন মনে
এই পৃথিবীর ছায়ায় মায়ায় মিলেমিশে
বন্ধুত্ব করে জনে জনে
শত্রু আছে জানতে পেরে ও ভয় পায়না
সাহসী মন ঘুড়ি
নিজে নিজে অঙ্ক কষে মনপাখিটা
ধরে ফেলে শত্রুর জুয়া চুরি ।
মন ঘুড়ি হয় ইচ্ছে মতো খুশির ইচ্ছে ঘুড়ি
কাঁদে বসে ঠক জোচ্চোর প্রতারক
মন ঘুড়ি ঘুরে ঘুরে মনের মতো তৈরি করে
ভালো লাগা ভালবাসার ছক ।
ওড়ো ওড়ো মতো খুশি ওড়ো মন ঘুড়ি
লাগাম তো রয়েছে আমার হাতে
ওড়ো ওপর নীচে পূবে পশ্চিমে দিক বিদিক
আমার আমি তোমাকে বেঁধেছি খিঁচে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন