সাহিত্য সম্রাট

         ✍️প্রিতম দাশ
❦︎--------------------❦︎
আজ এই শুভদিনে,
তুমি জন্মেছিলে।
পিতা যাদবচন্দ্রের,
ও মাতা দুর্গাসুন্দরীর,
কোল শুভ্র আলোয় আলোকিত করে।।

শিক্ষা দক্ষতায় ছিলে তুমি,
অতুল্য জ্ঞানের অধিকারী।
গীতার ব্যাখ্যাদাতা রূপে,
সাহিত্য সমালোচক হিসেবে,
তুমিই বিশেষ খ্যাতিমান।

গদ্য ও উপন্যাসে,
তোমার অসীম অবদানে, ফুটিয়ে তুলেছিলে,
বাংলা সাহিত্যকে।
বাংলা সাহিত্যের ইতিহাসে করেছ অমরত্ব লাভ।।

আধুনিকতার ছোঁয়া নিয়ে,
এসেছিলে প্রথম সাহিত্য জগতে।
বঙ্কিমচন্দ্র নাম তোমার,
তুমিই সাহিত্য সম্রাট।
উপন্যাসের জনক হে তোমায় সহস্র প্রণাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন