সম্রাট

  ✍️সুমিতা স্মৃতি। 

বাংলা সাহিত্যের সম্রাট তুমি, তুমিই বাংলার প্রাণ। 
ভারতের জাতীয় স্তোত্র তোমার ' বন্দে মাতরম ' গান।। 

বুকে তোমার সাহস ছিল, মসীতে ছিল আগুন। 
কমলাকান্ত ছদ্মনামে কেড়ে নিয়েছ মানুষের মন।। 

নেই কোনো রাজ্য তোমার, নেই সিংহাসন। 
তবুও তুমি দখল করে আছ  শ্রেষ্ঠত্বের আসন।। 

তুমিই পেয়েছ প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিকের সন্মান। 
গীতার ব্যাখ্যাদাতা ও সাহিত্য সমালোচক হিসেবেও ছিলে খ্যাতিমান।। 

বঙ্গদর্শনের প্রতিষ্ঠা করে সুর তুলেছ প্রতিবাদের। 
চিরকাল তুমি অমর রবে অন্তরে মোদের।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন