✍️সুজন দেবনাথ
প্রিয় ঔপন্যাসিক ওগো বঙ্কিমচন্দ্র,
বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে
তোমার অবদান ছিল অসীম।
তুমি ছিলে উনিশ শতকের---
বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক।
যাকে নিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে
তুমি পেয়েছো চির অমরত্ব।
তুমিই প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক
হিসেবে গণ্য হয়েছিলে।
গীতার ব্যাখ্যা দান হিসেবেও তুমি খ্যাতিমান।
কমলাকান্ত ছদ্মনামে পরিচিত---
বাংলা সাহিত্য সম্রাট তুমি
চিরদিন রবে বাঙালির অন্তরে,
জন্মদিনে সহস্র প্রণাম আজ তোমারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন