✍️ প্রীতম দাস।
তুমি আসবে বলে
সেদিন ভোরের আলো ম্রিয়মান হয়েছিল
আমার চোখের তারায়।
প্রভাতে পবন ছিলো গম্ভীর,
দূর্বাঘাসে জমেনি শিশির,
পাখির কূজন প্রানবন্ত হয়নি সেদিন।
তুমি আসবে বলে
কৃষকের কাঁধে ওঠেনি লাঙল,
সারাদিন কর্মব্যস্ততা হয়েছিল স্তব্ধ আমার।
তুমি আসবে বলে
সন্ধ্যা বাতাসে উরেনি সুদর্শন।
মন্দিরে বাজেনি ঘন্টা,
তুলসীতলে জলেনি মাটির প্রদীপ।
তুমি আজও আসোনি,
তাই জীবন বয়ে চলে আপন মহিমায়,
পথ চলার সাথী হিসেবে আমি তোমারে চাই।
ফিরে এসো একটিবার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন