মিঠুন দেবনাথ
কত ঝকঝক করতো এই ত্রিভুবন,
ছিলো সবুজ বনালীতে ভরা ,
রাস্তাঘাট,পাহাড়-পর্বত ,টিলা,
সবুজ ঘাসে ঢাকা থাকতো সদা l
সবুজ ফসলে ভরা ছিল
এই পৃথিবীর মৃত্তিকা l
কিন্তু এই সবুজের পতাকা
আজ পৃথিবীর বুকে হ্রাস পাচ্ছে l
সবুজ ফসল হ্রাস পাচ্ছে ,
সৌন্দর্য্যের পাহাড়-পর্বত
হ্রাস পাচ্ছে ও সমতল হচ্ছে l
সৌন্দর্য ভরা পার্কের দোলনায়
শিশুদের হাসি আনন্দ করতো ,
যা আজ হারিয়ে যাচ্ছে l
রাস্তার পাশে বড়ো বট গাছ
ছিলো বেশ বৃহৎ ও সুন্দর ,
যা আজ হারিয়ে ফেলেছি l
পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে
নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য l
পরিবেশকে নিষ্ঠুর ভাবে ধ্বংস করছি ,
মানুষের গভীর সুখে আমরা অন্ধ হয়ে গেছি l
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন